Mysepik Webdesk: ইডেনে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচের টিকিটে কালোবাজারির অভিযোগে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের ৬০টি টিকিটও। ধৃতদের আপাতত পুলিশি হেপাজতে রাখা হয়েছে। সোমবার তাদের আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: ২-০ গোলে জিতে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু বাংলার
পুলিশ সূত্রে খবর, ইডেনের ক্লাব হাউজের পাশেই চলছিল টিকিট বিক্রির চক্র। সাড়ে ছ’শো টাকার টিকিটের দাম হয়েছিল দেড় হাজার টাকা। অন্যদিকে, দেড় হাজার টাকার টিকিটের দাম দাঁড়িয়েছিল প্রায় ৪ হাজার টাকার কাছাকাছি। অর্থাৎ প্রায় সব টিকিটই আড়াই গুণ দামে বিক্রি হচ্ছিল। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। এরপরই লালবাজারের গোয়েন্দা বিভাগ আরও পাঁচজনকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে আজকের ম্যাচের ১৩টি টিকিট বাজেয়াপ্ত করা হয়।