আজ কলকাতায় কৃষকনেতা রাকেশ টিকায়েত

Mysepik Webdesk: বাংলার রাজনৈতিক ক্ষেত্রে কৃষক আন্দোলন প্রবেশ করে গেল। ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ)-এর নেতা রাকেশ টিকায়েতকে আজ পশ্চিমবাংলায় দেখা যাবে। তিনি আজ, শনিবার কলকাতার ভবানীপুর যাবে। নন্দীগ্রামেও রয়েছে তাঁর কর্মসূচি। তাছাড়াও ১৪ মার্চ তিনি সিঙ্গুর ও আসানসোলে কৃষক মহাপঞ্চায়েত করবেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: কৃষকরা যা যা পেরিয়ে আসছেন

এদিকে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। গতকাল, শুক্রবার সংবাদ সম্মেলনে এসকেএম জানিয়েছে, “আমরা বাংলার কৃষকদের কাছে আপিল করি যে তারা যেন বিজেপিকে বয়কট করে এবং তাদের যেন ভোট না দেয়। নির্বাচনে পরাজয়ের পর বিজেপি সরকারকে কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হবে।” এসকেএম নেতা যোগেন্দ্র যাদবের মতে, বিজেপিকে পাঠ শেখানোর জন্যই তাঁরা এই নীতি নিয়েছেন।