আজ ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, ডেডলাইন মিস করলে কিন্তু বিপদ বাড়বে

Mysepik Webdesk: কোভিড পরিস্থিতির জন্য একাধিকবার আয়কর দপ্তর ২০১৯-২০ আর্থিক বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন বৃদ্ধি করেছে। আজ অর্থাৎ রবিবার ১০ জানুয়ারী তার শেষ দিন। আয়কর আজ রাত ১২ তার মধ্যেই জমা করতে হবে। অন্যথায় বিপদে পড়তে পারেন আপনি। সুতরাং হাজার কাজের মধ্যেও আপনাকে এই কাজটি কিন্তু আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। যে সমস্ত করদাতাদের অ্যাকাউন্ট অডিট করার প্রয়োজন হয়, অথবা যাঁদের আন্তর্জাতিক আর্থিক লেনদেনের প্রেক্ষিতে রিপোর্ট জমা দিতে হবে তাঁদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের কিছু বেশি, মৃত ২০১

নির্ধারিত সময়মতো আয়কর জমা না দিলে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে করদাতাদের। এক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছর সেই জরিমানার মূল্য দ্বিগুন। আয়কর আইনের ২৩৪(এফ) ধারা অনুসারে নির্ধারিত ডেডলাইনের পর আয়কর রিটার্ন জমা দিলে সংশ্লিষ্ট করদাতার উপরে সাধারণত দু’ধরনের ফি প্রযুক্ত হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিলে ৫,০০০ টাকা জরিমানা দিতে হয় এবং ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হয়।