একসঙ্গে পদত্যাগ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রত্যেকের

Mysepik Webdesk: এ যেন পদত্যাগের মেলা পড়ে গেল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল সদস্য একসঙ্গে পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস সহ আরও ৬ জন। তবে তাঁরা গতকাল, রবিবার পদত্যাগ করেছিলেন।
আরও পড়ুন: সেই ২৫ অক্টোবর: মোহনবাগানকে জিতিয়েছিলাম ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে
আর এ দিন অর্থাৎ শনিবার পদত্যাগ লিস্টে যুক্ত হয়েছেন আরও ১০ জন। সোমবার প্রোটিয়া ক্রিকেট বোর্ড টুইটারে জানায়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের প্রত্যেক সদস্যের পদত্যাগ করা উচিত ছিল। সেটাই তাঁরা করেছেন।”