Mysepik Webdesk: আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে কলকাতা মেট্রোরেল ফের টোকেনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চলেছে। এর ফলে আগের মতোই স্মার্টকার্ডের পাশাপাশি যাত্রীরা টোকেনের মাধ্যমে মেট্রোরেলে সফর করতে পারবেন। রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ফের টোকেন ব্যবস্থা ফিরিয়ে আনল মেট্রো রেলওয়ে।
আরও পড়ুন: টুইটারে রাজ্যপালকে ব্লক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিজেই জানালেন এ কথা
করোনা সংক্রমণ রুখতে প্রায় ২০ মাস বন্ধ ছিল টোকেন ব্যবস্থা। শুধুমাত্র যাঁদের স্মার্টকার্ড রয়েছে, তাঁরাই মেট্রোরেলের সফর করতে পারতেন। মাঝে কিছুদিন টোকেন ব্যবস্থা চালু হলেও ফের তৃতীয় ঢেউয়ের শুরুতে বন্ধ করে দেওয়া হয় টোকেন। বর্তমানে করোনা অতিমারীর ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলা। ফলে, ফের ১ ফেব্রুয়ারি থেকে টোকেন চালু করতে চলেছে মেট্রো রেল।