জাপানে করোনা সংক্রমণের ঘটনা বাড়লেও টোকিওর গভর্নর আশাবাদী সুরক্ষিতভাবেই হবে অলিম্পিক

Mysepik Webdesk: জাপানে করোনা সংক্রমণের ঘটনা ক্রমাগত বাড়ছে। এদিকে মঙ্গলবার টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জানিয়েছেন যে, তাঁরা আগামী বছরের পুরো সুরক্ষা নিয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠিত করবেন। তবে জাপানে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং দেশে প্রতিদিন ২০০০টিরও বেশি নতুন মামলা সামনে আসছে। ইতিমধ্যে সরকার মহামারিতে আক্রান্ত অর্থনীতির হাল ফেরাতে চেষ্টা করছে। এরজন্য নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে জাপান সরকার।
আরও পড়ুন: রোহিত-ইশান্তকে দলে পেতে কোয়ারেন্টাইন বিধি শিথিল করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বিসিসিআইয়ের

মঙ্গলবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে ইউরিকো কোইকে বলেন, “অলিম্পিকের আয়োজক শহর টোকিও। সেই কারণেই আমি এই গেমস আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এরজন্য সবরকমভাবে চেষ্টা করতে হবে।” আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাইক টোকিও সফর করার এক সপ্তাহ পরে কোইকের এই বক্তব্য প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য যে, বাইকের জাপানের কোইকে-সহ অলিম্পিক কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।