আগামীকাল ২০ লক্ষ টিকা ভারত থেকে বাংলাদেশ পৌঁছবে

Mysepik Webdesk: আগামীকাল অর্থাৎ ২০ জানুয়ারি বাংলাদেশের পক্ষে একটি বিশেষ দিন। ওই দিন ভারত থেকে ২০ লক্ষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশ পৌঁছবে। ভারত করোনার এই টিকা বাংলাদেশকে উপহার দিচ্ছে বলে খবর। ভারতের প্রতিবেশী দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি সেখানকার প্রথম শ্রেণির এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে একটি চিঠি দিয়েছে ভারত সরকার।
আরও পড়ুন: চিনের আইসক্রিমেও এবার মিলল করোনাভাইরাসের জীবাণু

উল্লেখ্য যে, সেই চিঠিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লক্ষ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে, এই টিকা ১৮ বছরের নিচে কাউকে প্রদান করা হবে না বলে জানা গিয়েছে। ভারতের এই বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার পরে এই দুই প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের বন্ধুত্ব যে আরও মজবুত হবে, তা বলাই বাহুল্য।