আগামীকাল এই নিয়ে চতুর্থবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নীতীশ কুমার

Mysepik Webdesk: সমস্ত শরিক দলের সঙ্গে কথাবার্তার পর আগামী সোমবার বিহারে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন নীতীশ কুমার। জানা গিয়েছে, করোনা আবহে তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানটি গান্ধি ময়দানে না হয়ে আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের উল্টোদিকে রাজভবনের হলে। জানা গিয়েছে, মন্ত্রিসভা তৈরি হতে পারে মোট ৩৬ জন সদস্যকে নিয়ে। যেহেতু জেডিইউ থেকে অনেক বড় ব্যবধানে জিতেছে বিজেপি, সেহেতু মন্ত্রীদের মধ্যে ২২ জনই থাকবেন বিজেপি থেকে এবং বাকিরা থাকবেন অন্যান্য দল থেকে।
আরও পড়ুন: গুপ্তধনের লোভে নিজের ছেলে-সহ আরও তিনজন নাবালককে বলি দেওয়ার চেষ্টায় ধৃত এক ব্যক্তি

বিহার ভোটের ফলাফলে জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে মন্ত্রীসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে বিজেপি শিবিরেরই। তবে বিজেপি মহারাষ্ট্রের স্মৃতি মাখায় রেখেই নীতীশকে মন্ত্রিসভা চালানোর ক্ষমতা দিতে চায়। প্রাথমিক ভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতীশ কুমার কথা বলেছেন। বিহারে মোট ১২৫ টি আসন এনডিএ পেয়েছে। তবে এই আসনের বেশিরভাগই এসেছে বিজেপির হাত ধরে। জেডিউ পেয়েছে ৪৩টি আসন। তথ্য দিয়ে বিচার করলে তাঁর দল তৃতীয় দল। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল, দুর্বল জেডিইউ-কে কি মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে বিজেপি? কিন্তু বিজেপি স্পষ্টই বার্তা দেয়, বিহারে এনডিএ-এর মুখ হবেন নীতিশই।