কালকেও থাকবে জাকিয়ে ঠান্ডা

Mysepik Webdesk: কাল ও থাকবে জাঁকিয়ে ঠান্ডা। রাজ্যজুড়ে যে শীতের ইনিংস শুরু হয়েছে। এরফলে ভালোই ঠান্ডার আমেজ উপভোগ করছে রাজ্যবাসী। আজ কলকাতায় পারদ নেমেছিল ১৫.৫ ডিগ্রিতে। কাল ও এরকমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে, জেলাগুলোতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শ্রিনিকেটনে যেমন পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। তেমনিই দার্জিলিঙে পারদ ঘোরাফেরা করেছে ৫ ডিগ্রিতে।
আরও পড়ুন: খুলে গেল জাতীয় গ্রন্থাগার
সারাদিনই ভালোই ছিল উত্তরে হওয়া। যারফলে দিনভর গরম অনুভব হইনি। মিঠে রোদে শীতের আমেজ ভালোই উপভোগ করেছেন রাজ্যবাসী। তবে এই শীতের আমেজ দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় আচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী ২৬ তারিখ। আর তারফলে ঐদিন থেকে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে না।