মর্মান্তিক! হায়দরাবাদে প্রবল বৃষ্টিতে দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত ৯

Mysepik Webdesk: প্রবল বৃষ্টিতে মাটি আলগা হয়ে দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ২টি শিশুও রয়েছে। এখনও পর্যন্ত আরও অনেকে ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারীর দল। বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধারকার্য। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে।
আরও পড়ুন: বদলে যাচ্ছে আধার কার্ডের আকার, জুড়ছে নতুন সুরক্ষা প্রযুক্তি, জেনে নিন একঝলকে
গত তিনদিন ধরেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রবল বৃষ্টিপাত চলছে। গত ৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় বৃষ্টির কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। নিচু এলাকাগুলিতে জল জমে গিয়ে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ওই উঁচু দেওয়ালটি অন্তত ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে। এর ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। চলছে উদ্ধারকার্য।