Mysepik Webdesk: ইটালির রাজধানী মিলানে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা। আস্ত একটি বিমান ভেঙে পড়ল বাড়ির ওপর। সেই দুর্ঘটনায় অন্তত ৮ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় রোমের ধনীতম ব্যক্তি ও তাঁর স্ত্রী-সন্তানের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানে ফের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, মিলল ইঙ্গিত
জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট জেট উত্তর ইটালির মিলানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ওই দোতলা বাড়িটিতে সরাসরি আঘাত করে। প্রাণ হারান বিমানে থাকা আটজন যাত্রীই। তাঁদের মধ্যেই ছিলেন রোমানিয়ার ধনীতম ব্যক্তি ড্যান পেট্রেসকু (৬৫) ও তাঁর পরিবার। তবে সৌভাগ্যবশত ওই দোতলা বাড়িটিতে সংস্কারের কাজ চলছিল। ফলে, বাড়িটিতে কেউ ছিলেন না।
আরও পড়ুন: কোভিডের কারণে মানুষের গড় আয়ু কমছে, উদ্বেগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি জানাচ্ছে, রবিবার মিলানের লিনাটে শহর থেকে আটজনকে নিয়ে বিমানটি সারডিনিয়া দ্বীপে যাচ্ছিল। সান ডোনাটো এলাকার একটি মেট্রো স্টেশনের কাছে বিমানটি নিন হারায়। তারপরেই সেটি ওই বাড়িটিতে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছালেও কাউকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমেছে মিলান পুলিশ।