মহিলাদের আইপিএলে আজ ট্রেলব্লাজার্স বনাম সুপারনোভাস: ফাইনালে উঠতে মরিয়া দুই দলই

Mysepik Webdesk: উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, মহিলা আইপিএলের তৃতীয় আসরের তৃতীয় ম্যাচ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শারজায় ট্রেলব্ল্যাজার্স এবং সুপারনোভাসের মধ্যে হবে। ট্রেলব্ল্যাজার্সের অধিনায়ক স্মৃতি মান্ধনা এবং সুপারনোভাসের অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচটি জিততে এবং ফাইনালে উঠতে চান। গত দুই মরশুমে চ্যাম্পিয়ন হয়েছিল সুপারনোভাস। তাদের কাছে এটাই শেষ সুযোগ। চলতি লিগের প্রথম ম্যাচে সুপারনোভাস ৫ উইকেটে ভেলোসিটির কাছে হেরে গিয়েছিল। এমন পরিস্থিতিতে এই ম্যাচটি জিততেই হবে হরমনপ্রীত কৌরদের। আজকের ম্যাচে ট্রেলব্ল্যাজার্সরা জিতে গেলে মিতালি রাজের দল ভেলোসিটি ফাইনালে উঠবে। একইসঙ্গে, সুপারনোভাসকে রানরেট ভালো রেখে এই ম্যাচ জিততে হবে। হরমনপ্রীতরা ভালো রানরেট রেখে জিতলে নেট রানরেটের ভিত্তিতে মিতালির দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে মহারণে দিল্লির মুখোমুখি হায়দরাবাদ

শেষ ম্যাচে ট্রেলব্ল্যাজার্স মাত্র ৪৭ রানে ভেলোসিটিকে অলআউট করে দেয়। জবাবে মান্ধানার দল ম্যাচটি ৭.৫ ওভারে ৯ উইকেটে জেতে। এই জয়ের সঙ্গে সঙ্গে ট্রেলব্ল্যাজার্সের নেট রানরেট +৩.৯০৫-এ পৌঁছয়। ট্রেলব্ল্যাজার্সের ব্যাটিংয়ে কামান থাকবে অধিনায়ক স্মৃতি মান্ধনার কাঁধে। যদিও ভেলোসিটির বিপক্ষে শেষ ম্যাচে মান্ধনা মাত্র ৬ রান করতে পেরেছিলেন। দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন ডিন্দ্র ডটিন (২৯*) এবং রিচা ঘোষ (১৩*)।
আরও পড়ুন: মুস্তাক আহমেদের জায়গায় হকি ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিঙ্গোবাম

বোলিংয়ে সোফি একলস্টোন এবং ঝুলন গোস্বামীর দায়িত্ব থাকবে তাঁদের দলকে জয়ের। শেষ ম্যাচে একলস্টোন ৩.১ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট এবং ঝুলন ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া রাজেশ্বরী গায়কোয়াড় পেয়েছিলেন ২টি ও দীপ্তি শর্মা ১টি উইকেট। অন্যদিকে, সুপারনোভাসের হয়ে অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং চামারি আতাপাত্তুর দায়িত্ব থাকবে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার। হরমনপ্রীত মরশুমের প্রথম ম্যাচে ভেলোসিটির বিরুদ্ধে ৩১ রান করেছিলেন। আতাপাত্তু করেছিলেন ৪৪। স্কোর করার দায়িত্ব থাকবে প্রিয়া পুনিয়ার হাতেও। সুপারনোভাসের হয়ে বোলারদের নেতৃত্ব দেওয়ার জন্য থাকবেন আইয়াবঙ্গ খাকা। খাকা সর্বশেষ ম্যাচে ভেলোসিটির বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন। একইসঙ্গে রাধা যাদব, পুনম যাদব এবং শশীকলা শ্রীবর্ধনে একটি করে উইকেট পেয়েছিলেন।