কৃষি আইনে বিরুদ্ধে ৮-১০ ডিসেম্বর তৃণমূলের অবস্থান বিক্ষোভ, থাকছেন মুখ্যমন্ত্রীও

Mysepik Webdesk: কেন্দ্রীয় সরকারের কৃষি আইন নিয়ে এবার অবস্থান বিক্ষোভে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে চলবে অবস্থান বিক্ষোভ। গত বৃহস্পতিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র কৃষি আইন প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবে তৃণমূল কংগ্রেস। ওই অবস্থান বিক্ষোভের শেষ দিনে অর্থাৎ ১০ তারিখ উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷
আরও পড়ুন: কলকাতায় আরও তিনটি নতুন সেতুর কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রথম থেকেই কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন তিনি। গত বৃহস্পতিবার দিল্লি- হরিয়ানা সীমান্তে অবস্থানকারী কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কৃষক সংগঠনের নেতাদের তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।