Mysepik Webdesk: মঙ্গলবার সকালে বড়োসড়ো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার মাটি। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা রেকর্ড হয়েছে ৭.৩। জানা গিয়েছে, ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্র গর্ভের ১১.৫ মাইল গভীরে। এই বিষয়টিই মূলত ভাবছে বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্পের পাশাপাশি জারি করা হল সুনামির সতর্কতা। ইন্দোনেশিয়া সরকার ও মার্কিন সংস্থা USGS -এর পক্ষ থেকে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।
আরও পড়ুন: ওমিক্রনে মৃত্যুর প্রথম ঘটনা গ্রেট ব্রিটেনে: বুস্টার ডোজ নেওয়ার ঢল ইংল্যান্ডে
বলা হয়েছে, ভূমিকম্পের এপিসেন্টার থেকে ১০০০ কিলোমিটার পরিধির মধ্যে উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে সুনামির মারাত্মক ঢেউ। উপকূলবর্তী এলাকাগুলি থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের নিরাপদ স্থানী সরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিন সকালে ভূমিকম্প শুরু হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাস্তায় দৌড়দৌড়ি করতে দেখা যায় তাঁদের। সমুদ্রগর্ভে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দক্ষিণ সুলাওয়েসি প্রভিন্সের মাকাসার সিটি ও সেলায়ার আইল্যান্ডেও কম্পন অনুভূত হয়।