ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করল তুরস্ক

Mysepik Webdesk: করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ব্রিটেনের সঙ্গে সমস্ত ধরনের বিমান চলাচল বন্ধ করল তুরস্ক। টার্কিশ এয়ারলাইন্স থেকে এই ঘোষণা করা হয়েছে। শনিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু নিউজ এজেন্সির একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়েছিল।
আরও পড়ুন: নাইজারে জঙ্গি হামলা, নিহত কমপক্ষে ৭০

তুরস্ক থেকে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম থেকে তুরস্ক, ট্রানজিট ফ্লাইট কিংবা অন্য দেশে পরিচালিত প্লেন যোগাযোগ সবই বাতিল থাকবে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোজা জানিয়েছেন, গ্রেট ব্রিটেন থেকে আসা সর্বশেষ বিমানে ১৫ জন যাত্রীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সেই কারণেই বিমান চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।