পিএসজির কোচের পদ থেকে বরখাস্ত টুশেল, নেইমারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে পচেত্তিনো

Mysepik Webdesk: পিএসজিকে তিনি নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে সেই ফাইনাল ম্যাচ বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় টুর্নামেন্টের ফাইলটাও কম কৃতিত্বের ছিল না। এত কিছুর পরেও পিএসজি কোচ টমাস টুশেলের আর পিএসজির কোচ থাকা হচ্ছে না। তাঁকে বরখাস্ত করা হয়েছে চলতি মরশুমে ফরাসি লিগে দলের খারাপ পারফরম্যান্সের জন্য। এই মুহূর্তে নেইমারের দল রয়েছে তিন নম্বরে।
আরও পড়ুন: এনবিএ লিগে অংশ নেওয়া প্রথম ভারতীয় বাস্কেটবল খেলোয়াড় ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ
মাউরিসিও পচেত্তিনো টমাস টুশেল
তবে টুশেলের জায়গায় কে নতুন কোচ হয়ে আসবেন, তা এখনও জানা যায়নি। সূত্র মারফত জানা গেছে যে, প্রাক্তন টটেনহ্যাম হটস্পারের কোচ মাউরিসিও পচেত্তিনো কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। শোনা যাচ্ছে যে, এই আর্জেন্টিনীয় কোচের সঙ্গে পিএসজির কর্তাদেরও কথা হয়েছে। উল্লেখ্য যে এই মরশুমে লিগ ওয়ানে চারটি ম্যাচ হেরেছে নেইমারের দল। যার ফলস্বরূপ চাকরি খোয়া গেল পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলা ৪৭ বছর বয়সি এই জার্মান কোচের।