ট্রাম্প সমর্থকদের ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

Mysepik Webdesk: মার্কিন রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার কারণে ৭০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। এই অ্যাকাউন্টগুলি ট্রাম্পের উগ্রবাদী সমর্থক কিউঅ্যাননের সঙ্গে যুক্ত ছিল। টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এই তথ্য দেওয়া হয়েছে। টুইটার একটি ব্লগে এই তথ্য শেয়ার করে জানিয়েছে যে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ক্রমবর্ধমান হিংসা এবং হুমকির পরিপ্রেক্ষিতে আমরা কিউঅ্যানন সম্পর্কিত হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি।
আরও পড়ুন: অবশেষে হু-এর প্রতিনিধিদের করোনার উৎস সন্ধানের অনুমতি দিল চিন
মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন পার্লামেন্ট হামলার মামলায় এই লোকেদের ফেডারেল আদালতে অভিযুক্ত করা হয়েছে। শিংযুক্ত টুপি পরা ট্রাম্প সমর্থকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কোনও রেস্ট্রিক্টেড বিল্ডিংয়ে জোর করে প্রবেশ করা, হিংসা ছড়িয়ে দেওয়া, সংসদকে অপমান করার অভিযোগ আনা হয়েছে। আরও বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য যে, ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা করা হয়েছিল ৮ জানুয়ারি। তাছাড়াও ফেসবুক কর্তৃপক্ষ আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করার কথা জানিয়েছিল।