কাবুলে পুলিশের গাড়িতে লাগানো চৌম্বকীয় বোমার বিস্ফোরণে ২ অফিসারের মৃত্যু

Mysepik Webdesk: আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সকালে বেশ কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে দু’জন পুলিশ অফিসার নিহত হয়েছেন। দু’জন পুলিশ সদস্য ও একজন বেসামরিকের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। পুলিশ মুখপাত্র ফিরদৌস ফারামার্জ জানিয়েছেন, পশ্চিম কাবুলে পুলিশের গাড়িতে লাগানো চৌম্বকীয় বোমার বিস্ফোরণে দুই কর্মকর্তা মারা যান এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
আরও পড়ুন: আগামী ১০ বছর আমাদের সঙ্গে থাকবে করোনা, বলেছেন বায়োটেকের সিইও উগুর সাহিন

ফেরমার্জ আরও জানিয়েছেন, শনিবার সকালে দক্ষিণ কাবুলে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে আরও দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁর কথায়, পূর্ব কাবুলে তৃতীয় ম্যাগনেটিক বোমা ফেটেছিল, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শহরে কমপক্ষে আরও দু’টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনও বিবরণ দেয়নি। কাবুলে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। ইসলামিক স্টেট গ্রুপ সাম্প্রতিক মাসগুলিতে কাবুলে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে।