Mysepik Webdesk: চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ বোলিং করেছেন উমেশ যাদব। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন উমেশ। বেগুনি টুপি রয়েছে তাঁর দখলে শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে উমেশ বিধ্বংসী ছিলেন। নিয়েছেন ৪ উইকেট। পঞ্জাবের ইনিংসের শেষে ঘটে গেল খুব সুন্দর একটা ঘটনা। সবাই যখন ড্রেসিংরুমে ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তের সুন্দর একটা ভিডিয়ো কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছে।
আরও পড়ুন: KKR vs PBKS: মাঠে রাসেল-উমেশদের ঝড়, গ্যালারিতে আরিয়ান-সুহানা সফর
উমেশ যাদবের কন্যা তার বাবার অনবদ্য পারফরম্যান্স দেখে তখন সেলিব্রেশনে মেতে। উমেশকে ফ্লাইং কিস দিতে দেখা যায় তাকে। উমেশের মেয়ের সঙ্গে তাঁর স্ত্রী তানিয়াকেও দেখা গেছে। ২০১৮ সালের আইপিএল মরশুমে ২০ উইকেট নেওয়া এই বোলারের ওপর এবার আস্থা রেখেছেন কলকাতার নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। প্রথম ম্যাচেও ম্যাচ সেরা হন উমেশ। আর এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে নিলেন ৪ উইকেট। গুঁড়িয়ে দিলেন পঞ্জাবের ব্যাটিং মেরুদণ্ডকে।