উলটপুরাণ! গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগদান সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডলের

Mysepik Webdesk: রাজ্যজুড়ে যেখানে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন শুরু হয়েছে সেখানে গেরুয়া শিবিরকে চাপে ফেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিষ্ণপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর স্ত্রী বিজেপি যুব মোর্চার সভাপতি সুজাতা মণ্ডল খাঁ। এদিন কলকাতায় তৃণমূলের হয়ে সাংসদ সৌগত রায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। গত শনিবার তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী-সহ একদল হেভিওয়েট নেতা-নেত্রীরা মেদিনীপুরের বিজেপির মঞ্চে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ফের দলবদল, যা স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপিকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আগামী কয়েক মাস প্রতি মাসে বাংলায় এসে সাতদিন করে থাকবেন অমিত শাহ

দলবদল প্রসঙ্গে জিজ্ঞেস করে সংবাদমাধ্যমকে তিনি জানান, “নিঃশ্বাস নিতে চাই, সম্মান পেতে চাই। আমার প্রিয় দিদি ও দাদার সঙ্গে যোগ্য দলে যোগ্য নেত্রী হয়ে কাজ করতে চাই।” সুজাতার অভিযোগ, তিনি বিজেপিতে থাকাকালীন যোগ্য সম্মান পান নি। বিজেপিতে থাকাকালীন তিনি সুরক্ষা ও সম্মান কোনওটাই পান নি বলে তাঁর দাবি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর দলবদলের ঘটনাকে তিনি ‘সুযোগ সন্ধানী’ বলেও ব্যখ্যা করেন। তাঁর কথায়, এতদিন পর্যন্ত তৃণমূলের কাছ থেকে সব সুযোগ সুবিধা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ভেবে নিয়েই তিনি দলবদল করেছেন।