রাজ্যে কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়ালে দ্বিতীয় ডোজ নিলেন পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

Mysepik Webdesk: দেশের একাধিক রাজ্যের পাশাপাশি আজ থেকে ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হল পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের জন্য কলকাতায় ১ হাজার ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে। এদিন রাজ্যে প্রথম ভ্যাকসিনের ডোজ নিলেন বিপ্লব যশ নামের এক স্বেচ্ছাসেবক। আর দ্বিতীয় ভ্যাকসিনের ডোজটি নিলেন রাজ্যের পুর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: মাত্র ২১ বছরেই আইএস অফিসার পেশায় অটো চালকের ছেলে আনসার

ভ্যাকসিনের ট্রায়ালের জন্য ভলেন্টিয়ার হওয়ার ঘোষণা আগেই করেছিলেন ফিরহাদ হাকিম। তিনি আগেই জানিয়েছিলেন, বাংলার মানুষের জন্য এটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন। পাশাপাশি চিকিৎসকও জানিয়েছেন যে, তিনি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সম্পূর্ণ ফিট। এদিন ভ্যাকসিনের ডোজ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। উল্লেখ্য, কোভ্যাকসিনের এই ডোজ ভারতের ১০ টি রাজ্যের ২৫ টি শহরে ১৮ বছর আর তার থেকে বেশি বয়সী মোট ২৮ হাজার ৫০০ মানুষকে দেওয়া হবে।