ফুচকার টক জলে প্রস্রাব, ভিডিও ভাইরাল হতেই বেধড়ক মার ফুচকাওয়ালাকে

Mysepik Webdesk: অনেকেই রয়েছেন, যারা ফুচকা খেতে পছন্দ করেন। কিন্তু, এই ভিডিওটি দেখলে হয়তো তারা ফুচকা খেতে ভুলে যাবেন। কারণ, ফুচকার টক জলে মেশানো হয়েছে প্রস্রাব। বিশ্বাস না হলেও সত্যি। ফুচকার টক জলে প্রস্রাব মেশাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন কোলাপুরের এক ফুচকা বিক্রেতা। আর সেই ভিডিও ভাইরাল হতেই বেধড়ক ঠেঙানি খান ওই ফুচকাওয়ালা। ফুচকা থেকে শুরু করে যাবতীয় সামগ্রী রাস্তায় ফেলে দেন ক্ষুব্ধ জনতা। ভেঙে দেওয়া হয় তার ঠেলা গাড়িটিও।
আরও পড়ুন: এখনও ফিট, সমুদ্র সৈকতে নগ্ন হয়ে ছোটার ছবি পোস্ট করলেন মিলিন্দ

কোলাপুরের স্থানীয় বাসিন্দারা যারা ফুচকা খেতে ভালোবাসেন, তারা রাঙ্কালা হ্রদের পাশের এই রাস্তা ফার্স্ট ফুডের জন্য বিশেষ পছন্দ করেন। আর এই রাস্তার ওপরেই বসেছিলেন ফুচকাওয়ালা। ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ঠেলা ওয়ালা বোতলে ফুচকার জলের মধ্যে প্রস্রাব মেশাচ্ছেন। তিনি একটি ক্যানের ভিতর মূত্র ভরে তা ফুচকার জলে মিশিয়ে দিচ্ছেন। সেই জলেই বানানো ফুচকা খাওয়ানো হচ্ছে কাস্টমারকে। দেখুন সেই ভাইরাল ভিডিও।
আরও পড়ুন: অবিশ্বাস্য! চোখ বেঁধে স্কেটিং করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন ভারতীয় মেয়ে