রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কেনা নিয়ে আমেরিকার হুমকি ভারতকে

Mysepik Webdesk: রাশিয়ার সঙ্গে ভারতের মিসাইল চুক্তি নিয়ে এর আগেও আপত্তি জানিয়েছিল আমেরিকা। এবার S-400 মিসাইল কেনা নিয়ে শুক্রবার ফের ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকা। চুক্তি বাতিল না করলে ফল ভাল হবে না বলে জানিয়েছে আমেরিকা। এমনকী ভারতের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগও আনা হবে বলে জানিয়েছে আমেরিকা। প্রসঙ্গত, টো১৫ সালে S-400 মিসাইল কেনা নিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার পাঁচশো কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে ভারতের।
আরও পড়ুন: টিকাকরণের পরেই ২৩ জনের মৃত্যু, আতঙ্কে নরওয়ে

শুধু ভারত নয়, S-400 কেনার জন্য তুরস্কের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অর্থাৎ চুক্তি অনুযায়ী, রাশিয়ার কাছ থেকে ওই মিসাইল কিনলে ভারতের বিরুদ্ধেও এমন পদক্ষেপ নেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে ভারত সরবে না। ভারত বরাবরই স্বাধীন বিদেশ নীতি নিয়ে চলেছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত ওই চুক্তি থেকে সরবে না। আর ভারত নিজের অবস্থা থেকে না সরলে আমেরিকার সঙ্গে এই নিয়ে এই নিয়ে মতান্তর আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।