Mysepik Webdesk: আমরা অনেকেই কম্পিউটার, মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করার জন্য গুগল ক্রোম ব্যবহার করে থাকি। কারণ এই ব্রউজারটি কম্পিউটার-স্মার্টফোন ব্যাবহারকারীদের কাছে একটি দারুন জনপ্রিয় ব্রাউজার। কিন্তু, গুগল নিজেই ক্রোম ব্যবহারকারীদের এবার সতর্ক করল। গুগল জানিয়েছে, তাদের ব্রাউজারে ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম। তাই এর ২০০ কোটি ব্যবহারকারীর জন্য সতর্কবার্তা জারি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
আরও পড়ুন: মাঝ আকাশে বিমানের মধ্যে কীভাবে কাজ করে WiFi?
প্রতিষ্ঠানটি বলছে, সতর্ক না থাকলে যেকোনও সময় সাইবার হামলার কবলে পড়তে হতে পারে ব্যবহারকারীদের। কারণ, গত বছর ক্রোম ব্রাউজারে রেকর্ড সংখ্যক সাইবার হামলা হয়েছে। গুগল নতুন এক ব্লগ পোস্টে জানিয়েছে, এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তাজনিত দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য বিপদের কারণ হতে পারে।
আরও পড়ুন: বিস্ফোরকের অপর নাম শাওমি স্মার্টফোন!
এই ধরণের বিষয়গুলি মোকাবিলা করার জন্য গুগল ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ লঞ্চ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন দ্রুত সংস্করণটি ডাউনলোড করে নেওয়ার অনুরোধও জানিয়েছে গুগল।