কোহলিকে টপকে লজ্জার রেকর্ড উথাপ্পার

Mysepik Webdesk: সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসরটি চলছে। ইতিমধ্যেই ১৩টি ম্যাচেও খেলা হয়ে গেছে। এরই মধ্যে একাধিক নতুন রেকর্ড গড়তে দেখা গেছে তারকাদের। যেমনটি গড়লেন রবিন উথাপ্পা।
আরও পড়ুন: ১০ জনের বার্সা ৫ বছর পর জয় করল সেল্টার মাঠ
তবে উথাপ্পা যে রেকর্ডটি গড়েছে সেটি লজ্জার রেকর্ড। আইপিএলে তিনটি ম্যাচে এখনও ব্যাটে রান নেই রাজস্থান রয়্যালসের রবিন উথাপ্পার। গত বুধবার কেকেআরের কাছে ৩৭ রানে হেরেছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচে ৭ বলে করলেন ২ রান করেন উথাপ্পা। আর তাতেই নিজের নামের পাশে বসে গেল আইপিএলে ৯১তম হারটি। আইপিএলে হারের পরিসংখ্যানে এখন সবার ওপরে রবিন উথাপ্পা।
আরও পড়ুন: ইউয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন রবার্ট লেওয়ানডস্কি
উথাপ্পার পরেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। আইপিএলে ৯০টি ম্যাচ হেরেছেন কোহলি। উথাপ্পা-কোহলির পরেই তিন নম্বরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। তিনি আইপিএলে ৮৭ ম্যাচে হেরেছেন।
কেকেআর- এর বিপক্ষে ম্যাচে খেলতে নেমে বিতর্কেও জড়িয়েছেন রবিন উথাপ্পা। কোভিড বিধি ভেঙে ফিল্ডিং করার সময় বলে থুতু লাগাতে দেখা যায় উথাপ্পাকে। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক।