Uttarakhand Avalanche, শুরু বিমানবাহিনীর এরিয়াল রেসকিউ এবং ত্রাণ মিশন

Myspik Webdesk:তপোবনের যে সুড়ঙ্গে ৩০ জনের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে, সেখানে ৩০০ আইটিবিপি জওয়ান উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন। সোমবার সকালে বিমানবাহিনীর Mi-17 এবং ALH হেলিকপ্টারগুলি দেহরাদুন থেকে জোশীমঠের উদ্দেশ্যে যাত্রা করেছে। শুরু হয়েছে এরিয়াল রেসকিউ এবং ত্রাণ মিশন। এনডিআরএফ এবং আইটিবিপির দলগুলি তপোবন এলাকার বিভিন্ন স্থানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে তুষার বিপর্যয়, ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা

আইটিবিপি-র মুখপাত্র বিবেক পাণ্ডে জানিয়েছেন, প্রয়োজনে আরও দল পাঠানো হবে। রবিবারের গভীর রাতে ঋষিগঙ্গা ও ধৌলিগঙ্গা নদীর জলের স্তর আবারও বেড়ে যায়। সেই সময় নদীর তীরে বসবাসরত মানুষকে সতর্ক করে দিয়েছিল চামোলি জেলা প্রশাসন। বিমানবাহিনী আক্রান্ত অঞ্চলগুলির একটি বিমান সমীক্ষার জন্য আজ বিজ্ঞানীদের বিমান চালিত করবে। বন্যার কারণগুলি তদন্ত করতে সোমবার তপোবন সফর করবে গ্লিসোলজিস্টের দু’টি দলও।