বিশ্বজুড়ে চলছে টিকাকরণ, কিন্তু এখনও ভ্যাকসিন কেনার অর্ডার দেয়নি পাকিস্তান

Mysepik Webdesk: করোনার হাত থেকে মুক্তি পেতে বিশ্বজুড়ে চলছে করোনার টিকাকরণ। ভারতেও আজ থেকে শুরু হয়েছে টিকা প্রদান। কিন্তু এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত ভারতের প্রতিদেশি দেশ পাকিস্তান কোনও দেশকেই করোনার টিকা সরবরাহ করার জন্য বরাত দেয় নি। আর এই কারণেই প্রশ্নের মুখে পড়েছে ইমরান খানের সরকার। এই ঘটনার সত্যতা স্বীকার করে পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. ফয়জল খান জানিয়েছেন, “করোনাযোদ্ধাদের জন্য টিকা এনে দেওয়ার ব্যবস্থা করছি আমরা, তবে এখনও পর্যন্ত কোনও দেশকে টিকার বরাত দেওয়া হয় নি।”
আরও পড়ুন: রাশিয়ার কাছ থেকে S-400 মিসাইল কেনা নিয়ে আমেরিকার হুমকি ভারতকে
গোটা বিশ্ব যেখানে ইতিমধ্যেই করোনার টিকাপ্রদান শুরু করে দিয়েছে, সেখানে পাকিস্তান সরকারের এহেন উদাসীন মনোভাব কোনও ভাবেই মেনে নিতে পারছেন না ওই দেশের জনগণ। তাঁদের দাবি, অবিলম্বে দেশবাসীর জন্য টিকাকরণের ব্যবস্থা করা হোক। অনেকেই আবার মনে করছেন, সস্তায় চিনের কাছ থেকে টিকার ব্যবস্থা করার জন্যই অপেক্ষায় রয়েছে পাকিস্তান। কারণ, পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে তাতে আন্তর্জাতিক বাজার থেকে টিকা আমদানি করা পাকিস্তানের পক্ষে যথেষ্ট কঠিন ব্যাপার। উল্লেখ্য, এ পর্যন্ত পাকিস্তানে প্রায় ৫ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ হাজার ৮৬৩ জনের।