রাজ্যে এবার শুরু হতে চলেছে সরকারি কর্মীদের টিকাকরণ

Mysepik Webdesk: গত ১৬ জানুয়ারী থেকেই শুরু হয়ে গিয়েছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রথম সারির করণযোদ্ধা তথা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের করোনার টিকা প্রদান শেষ হয়ে গিয়েছে। চলছে পৌরসভার কর্মচারী, পুলিশকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া। এবার রাজ্যের সরকারি কর্মীদের কোভিড টিকাকরণের প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন এই কথা।
আরও পড়ুন: রানাঘাটে মতুয়া মহা সম্মেলনে মমতা বালা ঠাকুর

এই প্রক্রিয়া চালু হওয়ার আগে ইতিমধ্যেই জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের নাম নথিভুক্ত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই শীঘ্রই সরকারি কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কলেজ অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের টিকাকরণের কাজ শুরু করবে রাজ্য সরকার। আর তারই প্রাথমিক প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে এই নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া।