‘শুক্র গ্রহ আমাদের’, রাশিয়ার দাবিতে চাঞ্চল্য বিজ্ঞানীমহলে

Mysepik Webdesk: সম্প্রতি বিজ্ঞানীরা শুক্রগ্রহে ফসফিন গ্যাসের সন্ধান পেয়েছেন। তাঁরা জানিয়েছেন, শুক্রগ্রহের মেঘের মধ্যে ফসফিন গ্যাসের অস্তিত্ব রয়েছে, যা ওই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনার প্রমান দেয়। নাসা জানিয়েছে, এবার তাঁরা শুক্রগ্রহকেও প্রাধ্যান্য দেবে। আর একথা প্রকাশ্যে আসার পরেই রাশিয়া দাবি করতে শুরু করছে, তারাই আসল শুক্র গ্রহের মালিক। অর্থাৎ শুক্রগ্রহ নাকি তাঁদের সম্পত্তি।
আরও পড়ুন: প্লে স্টোরে ছড়িয়ে রয়েছে প্রচুর ভুয়ো অ্যাপ, এইভাবে খুঁজে নিন আসলগুলি
রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন মস্কোয় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ। আমাদের দেশ প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে।” দিমিত্রির বক্তব্য, ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়ার মহাকাশযান একাধিকবার শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে। রাশিয়ার মহাকাশযানই নাকি পৃথিবীতে প্রথম শুক্রগ্রহ সম্পর্কে তথ্য পাঠিয়েছে। তিনিই আরও জানান, আগামী দিনে রাশিয়া কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়া না বেঁধেই স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাবে।