Mysepik Webdesk: চিনা অ্যাপ টিকটকে ভিডিও করার সময় ভারতের জাতীয় পতাকা পোড়ানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করছে পুলিশ। সূত্রের খবর, লখনউয়ের বাজারখালার বাসিন্দা ওই চারজন নাবালক। এই ঘটনার দায়ে একজনকে গ্রেফতার করছে লখনউ পুলিশ, বাকি তিনজন পলাতক।
আরও পড়ুন: অবশেষে পুরীর রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট, তবে শর্ত সাপেক্ষে
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ন’টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এই প্রসঙ্গে অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার অনিলকুমার যাদব বলেন, “লখনউয়ের তিকাইত রাই তালাবের কাছে রবিকান্ত নামে এক ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছিলেন। ওই সময় তিনি দেখেন, কতগুলি ছেলে ভারতের জাতীয় পতাকা পোড়াচ্ছে। সেই ঘটনার ভিডিও করে রাখছে তারা। এই ঘটনা দেখে তিনি আরও কয়েকজন ব্যাক্তিকে জড়ো করে তাদেরকে বারণ করেন এবং পুলিশকে খবর দেন।”
আরও পড়ুন: কমাতেই হবে চিন নির্ভরতা, শিল্প মহলের কাছে চিন থেকে আমদানি করা পণ্যের তালিকা চাইল কেন্দ্র
রবিকান্তের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে। পাশাপাশি ওই চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ধারাও যুক্ত করা হয়েছে। পুলিশের অনুমান ওই চারজনই বাজারখালা এলাকার বাসিন্দা।