ইউক্রেনে রেসলিং ইভেন্টের ফাইনালে পৌঁছলেন ভিনেশ ফোগাট

Mysepik Webdesk: ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট ইউক্রেনের রাজধানী কিয়েভের XXIV আউটস্যান্ডিং ইউক্রেনীয় রেসলারস এবং কোচস মেমোরিয়ালে ফাইনালে পৌঁছেছিলেন। শনিবার তিনি ৫৩ কেজি বিভাগে রোমানিয়ার আনা এ-কে ২-০ ব্যবধানে পরাজিত করেছিলেন। উল্লেখ্য যে, ভিনেশ এক বছর পর কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: ক্রিকেট সিরিজ খেলতে ভারতে আগমন প্রোটিয়া প্রমীলা বাহিনীর
এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের পদক বিজয়ী ভিনেশ প্রথম রাউন্ডে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন এবং তার পরে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বীকে ম্যাচে ফেরার সুযোগ দেননি। ফাইনালে ভিনেশ মুখোমুখি হবেন ২০১৭ বিশ্বচ্যাম্পিয়ন বেলারুশের ভেনেসা কালাজিনস্কায়ার। সেই ম্যাচে জয়লাভ করলে সোনার পদক পাবেন এই ভারতীয় কন্যা।