মন দিয়ে বাবার কথা শুনছে, ভাইরাল হল রাজ চক্রবর্তী আর তার ছেলের ভিডিও

Mysepik Webdesk: বয়স মেরেকেটে পাঁচদিন। পরিচালক রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দৌলতে সেলিব্রিটি বনে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ক্লাবও তৈরি হয়ে গিয়েছে। সম্প্রতি অনুরাগীদের জন্য রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ইউভানের ছবি ভিডিও পোস্ট করেছেন। পাশাপাশি রাজ নিজেই ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: সিঁথি ভর্তি সিঁদুর, সাদা পোশাকে স্বামীর সঙ্গে এই প্রথম প্রকাশ্যে এলেন পুনম পাণ্ডে
ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানকে দুহাতে তুলে ধরে তার সঙ্গে কথা বলে চলেছেন রাজ। তাকে ‘হ্যালো’ বলতে শেখাচ্ছেন রাজ আবার আদর করে ‘আমার বেবি’ বলেও ডাকছেন তিনি। এদিকে বড় বড় চোখে অবাক দৃষ্টিতে বাবার মুখের দিকে চেয়ে রয়েছে ইউভান। ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
দেখুন ভিডিওটি . . .