সৌরভের শারীরিক সুস্থতা কামনা করলেন বীরেন্দ্র সেহওয়াগ থেকে বিরাট কোহলি

Mysepik Webdesk: আজ সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট। দক্ষিণ কলকাতার উডল্যান্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই তিনজন হার্ট বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করছেন। জানা গিয়েছে, জিম করতে করতে তিনি হটাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাঁর ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। এঞ্জিওগ্রাফি করা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে সৌরভের সঙ্গে হাসপাতালে রয়েছে স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং দাদা স্নেহাশিস গাঙ্গুলি ও মেয়ে সানা।
আরও পড়ুন: স্থিতিশীল সৌরভ, তাঁকে নিয়ে যাওয়া হল ক্যাব ল্যাবে
এদিকে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতীয় ক্রিকেটমহল। বিরাট কোহলি টুইট করে লেখেন, “তোমার স্বাস্থ্যের দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”
বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে লেখেন, “দাদা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।”
গৌতম গম্ভীর লেখেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করি। স্বাস্থ্যের খেয়াল রেখো। ঈশ্বর মঙ্গল করুন।”
কলকাতা নাইটরাইডার্সের পক্ষ থেকে টুইট করে জানানো হয়, “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রিন্স অফ কলকাতার দ্রুত আরোগ্য কামনা করি।”