Vivo V20 SE স্মার্টফোনে এবার তৈরি হবে ভারতেই

Mysepik Webdesk: চিনা মোবাইলের দিক থেকে ভারতীয়রা মুখ ফেরালেও ভারতের ভারতীয় স্মার্টফোন বাজারে প্রায় ৭৫% শেয়ার থাকা চিনা স্মার্টফোন কোম্পানিগুলি কোনও মতেই ভারতের গ্রাহকদের আস্থা হারাতে রাজি নয়। সেই কারণেই বিগত কয়েক মাস ধরে Xiaomi, Realme, Vivo-র মত জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলি ভারতীয় ফ্যাক্টরিতে নতুন ডিভাইস তৈরি করছে। ওই ফোন গুলিকে ‘মেড ইন ইন্ডিয়া’ বলে দাবি করে আসছে নির্মাতা সংস্থাগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল Vivo।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত অর্ণব গোস্বামী

‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে অনুসরণ করে খুব শীঘ্রই ভারতে একটি নতুন স্মার্টফোন উৎপাদন শুরু করতে চলেছে Vivo। ভিভো ইন্ডিয়ার পরিচালক নিপুন মেরয়া জানিয়েছেন, সংস্থা ভারতের ফ্যাক্টরিতে Vivo V20 SE নামক নতুন স্মার্টফোনটি তৈরি করতে চলেছে। গ্রেটার নয়ডা ইউনিটে প্রায় দশ হাজার ভারতীয় কর্মচারী নিযুক্ত রয়েছে। সেই কর্মচারীদেরকেই কাজে লাগিয়ে নয়ডার ফ্যাক্টরিতেই তৈরি হতে চলেছে এই নতুন স্মার্টফোনটি।
আরও পড়ুন: প্যাংগং লেক থেকে ৩০ শতাংশ করে তিন দফায় সেনা সরাবে চিন

সংস্থা তাদের V20 সিরিজের অন্তর্গত V20 SE ফোনটি গত ২রা নভেম্বর ভারতের বাজারে লঞ্চ করে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৪,১০০ এমএএইচ ব্যাটারি, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই মুহূর্তে ভারতের বাজারে এই ফোনের দাম ২০,৯৯০ টাকা। তবে আগামী দিনে ভারতীয় ফ্যাক্টরিতে তৈরি হলে ফোনটির দাম কিছুটা কমবে বলেই মনে করছে সংস্থা।