নতুন বছরের শুরু থেকে ২১ শতাংশ মজুরি বাড়ছে তুরস্কের শ্রমিকদের

Mysepik Webdesk: নতুন বছরে তুরস্কের শ্রমিকদের জন্য অপেক্ষা করছে দারুণ এক খবর। কারণ নতুন বছরের শুরু থেকে সেখানকার শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১.৫৬ শতাংশ বাড়াচ্ছে তুরস্ক সরকার। জানা গেছে যে, মুদ্রাস্ফীতির হারের চেয়ে দেশটির বার্ষিক ন্যূন্যতম মজুরি বৃদ্ধির পরিমাণ অন্তত ৭ শতাংশ পয়েন্ট বেশি।
আরও পড়ুন: মার্কিন চাপের কাছে নতি স্বীকার, ড্যানিয়েল পার্লের ৪ ঘাতককে মুক্তি দিচ্ছে না পাকিস্তান

ইউরোপের দক্ষিণ-পূর্বের এই দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুত সেলকুক টেলিভিশনের এক ভাষণে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৮২৬ লিরা (তুর্কি মুদ্রা) করা হবে। উল্লেখ্য যে, এর আগে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ছিল ২৩২৪ লিরা।