চোট পেয়ে ছিটকে গেলেন ওয়ার্নার, বিশ্রামে কামিন্স

Mysepik Webdesk: পর পর দু’টি ওয়ানডে ম্যাচ জিতে ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তবে বুধবার তৃতীয় ওয়ানডের আগে অস্ট্রেলিয়ার বড়সড় ধাক্কা খেল। ডেভিড ওয়ার্নার চোট পেয়ে ভারতের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ পড়লেন। তাছাড়াও আরও একটা খবর হল, মার্কাস স্টোইনিসও চোট পেয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে— মার্কাস স্টোইনিসের বল করার সম্ভাবনা কম। তবে তিনি সিরিজে ব্যাটসম্যান হিসাবে খেলতে পারবেন। তাছাড়াও প্যাট কামিন্স বিশ্রাম নিয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: গ্লেন ফিলিপসের সেঞ্চুরি-ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ওয়ানডে চলাকালীন স্টেইনিস ওভার করবার সময় চোট পেয়েছিলেন এবং গ্লেন ম্যাক্সওয়েল তাঁর ওভারটি শেষ করেছিলেন। এই ইনজুরির কারণে স্টোইনস দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি। হেনরিকসকে তাঁর জায়গায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। স্টোইনিস ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬.২ ওভার বল করেছিলেন এবং ব্যাট হাতে ফ্লপ ছিলেন। যুজবেন্দ্র চাহালের বলে তিনি গোল্ডেন ডাক করে প্যাভিলিয়ন ফিরেছিলেন। তবে এখন মনে করা হচ্ছে ওয়ার্নার ছিটকে যাওয়ার পর ওপেনার হিসাবে সুযোগ পেতে পারেন স্টোইনিস।