Mysepik Webdesk: সুপ্রিম কোর্ট পুরীতে রথযাত্রার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে সেই অনুমতি। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, “কেন্দ্র, রাজ্য, মন্দির কমিটি সমন্বয় রেখে কাজ করবে, পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়ে সব নির্দেশ পালন করতে হবে।” এই প্রসঙ্গে এদিন সলিসিটর জেনারেলের তুষার মেহতা আদালতকে জানান, “এক্ষেত্রে সাধারণ মানুষের স্বাস্থ্যর সঙ্গে কোনও সমঝোতা করা হবে না।” তিনি আদালতকে বলেন, “পুণ্যার্থীরা ছাড়াই আগামীকাল রথযাত্রার অনুমতি দেওয়া হোক। নিয়ম, রীতি মেনে পুরীতে রথযাত্রার অনুমতি দেওয়া হোক। কাল রথযাত্রা না হলে প্রচলিত রীতি অনুযায়ী আগামী ১২ বছর রথ বেরোবে না।”
আরও পড়ুন: ঐতিহাসিক রথযাত্রার কারণে পুরীতে আজ রাত ৯টা থেকে আগামীকাল দুপুর ২টো পর্যন্ত শাটডাউন ঘোষণা
এদিন সুপ্রিম কোর্টে আবেদনে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, সেরকম প্রয়োজন হলে রথের দিন কার্ফু জারি করে রথযাত্রা হবে। শুধুমাত্র করোনা নেগেটিভ সেবায়েতরাই যোগ দেবেন রথযাত্রায়। পুরীর রাজা এবং অনুষ্ঠান কমিটি সব ব্যবস্থা করবেন। রথের ফলে করোনা সংক্রমণে কোনও প্রভাব পর্বে না তা নিশ্চিত করা হবে। ভক্তরা শুধুমাত্র লাইভ সম্প্রচার দেখবেন। কেন্দ্রের এই আবেদনকে সমর্থন করে ওড়িশা সরকার। সেইমত গতকাল অর্থাৎ সোমবার রাত ৯টা থেকে সম্পূর্ণ শাটডাউন করে দেওয়া হয়েছে পুরী। আজ দুপুর দু’তো পর্যন্ত তা কার্যকরী থাকবে। ভক্তরা শুধুমাত্র ঘরে বসেই রথযাত্রার লাইভ টেলিকাস্ট দেখতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে পুরীর রথযাত্রা লাইভ দেখুন।