Mysepik Webdesk: করোনা আক্রান্তের সংখ্যা কমার পর কর্নাটকে উইকএন্ড কারফিউ তুলে দেওয়া হয়েছে। কর্নাটকের রাজস্ব মন্ত্রী আর. অশোক সংবাদ সংস্থা এএনআইকে এই তথ্য দিয়েছে। তিনি বলেন, করোনার ঘটনা আবার বাড়লে সপ্তাহান্তে কারফিউ ফিরিয়ে আনা হবে। তবে সরকার রাতের কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: কংগ্রেসকে ছেড়ে গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করল শিবসেনা
প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ চলবে। কর্নাটকে বৃহস্পতিবার কোভিড আক্রান্তের সংখ্যা ৪৭,৭৫৪ জন। ২৯ জন প্রাণ হারিয়েছেন এই রাজ্যটিতে। আজ নতুন আক্রান্তের মধ্যে ৩০,৫৪০ জন বেঙ্গালুরু আরবানের। রাজ্যজুড়ে মোট সক্রিয় মামলার সংখ্যা এখন ২,৯৩,২৩১। রাজ্যে যে শীঘ্রই বিধিনিষেধ শিথিল করা হতে পারে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই বুধবার সেই ইঙ্গিতই দিয়েছিলেন। অন্যদিকে, রাজস্ব মন্ত্রী আর. অশোক বলেছেন, যেকোনও সিদ্ধান্তে পৌঁছনোর সময় মানুষের জীবন ও জীবিকা উভয় গুরুত্ব দেওয়া হবে।