Mysepik Webdesk: আজ থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। সোমবার এই নিয়ে সংসদে তুমুল হৈচৈ হয়। তার মাঝেই সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। এদিন লোকসভায় কৃষি আইন প্রত্যাহারের বিল পেশ করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এদিন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী-সহ মন্ত্রিসভার একাধিক সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: লোকসভায় পাশ হল কৃষি আইন প্রত্যাহারের বিল
সংসদে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ নিয়ে প্রতিক্রিয়া দিলেন ভারতীয় কিষান উনিয়নের নেতা রাজেশ টিকাইত। তিনি জানান, “লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হল। আমি সেই ৭৫০ জন কৃষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যাঁরা কৃষি আন্দোলনের সময় প্রাণ হারিয়েছেন। MSP-সহ অন্যান্য বিষয় এখনও বিচারাধীন থাকায় আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”