একটি নম্বর দিয়ে একসঙ্গে চারটি ফোন করা যাবে হোয়াটসঅ্যাপ, আসছে নতুন ফিচার

Mysepik Webdesk: একাধিক স্মার্টফোন রয়েছে আপনার কাছে? অথচ আপনি প্রত্যেকটি ফোন থেকে একটি মাত্র নম্বরে হোয়াটসঅ্যাপ করতে চান ? তাহলে আপনাকে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন এক ফিচার যেখানে আপনি একটি হোয়াটসঅ্যাপ একাধিক স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। জানা গিয়েছে, এই ফিচারের জন্য একেবারে শেষ পর্যায়ে কাজ করছে সংস্থা।
আরও পড়ুন: বাঙালির গর্ব, বর্ধমানের ছেলে সৌম্য দত্তের হাত ধরেই মঙ্গলগ্রহে নামবে রোভার
খুব শীঘ্রই ক্রস প্ল্যাটফর্ম সিংকিং (Cross Platform Syncing) ফিচার্সে এই আপডেট পেতে চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এই ফিচারটি Android, iOS ছাড়া ডেস্কটপেও ব্যবহার করা যাবে। নতুন এই ফিচারে একসঙ্গে চারটি স্মার্টফোনে কিংবা ডিভাইসে একটু নম্বরের হোয়াটস্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা। ইতিমধ্যেই চ্যাট হিস্ট্রি, চ্যাট মিউট করার ফিচার্স এবং মেসেজ ডেলিভারির মতো ফিচার্সের কাজ শেষ শেষ করে ফেলেছে সংস্থা।