কবে মা হবেন? জানালেন প্রিয়াঙ্কা

Mysepik Webdesk: ২০১৮ সালে সকলকে তাক লাগিয়ে নিজের থেকে ১০ বছরের ছোট হলিউড গায়ক নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বেঁধে ছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। এবার মা হওয়া নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দিতে গিয়েছ জানান, মা হওয়ার ষোলো আনা সখ রয়েছে তার। কিন্তু সন্তানের সংখ্যা নিয়ে কোনও কার্পন্য করতে চান না। উত্তরে বলেন,’আমার পক্ষে যতগুলি সম্ভব, ততগুলি সন্তানই চাই আমি।’ তিনি আরও বলেন, পেশাগত ভাবে যাই হই না কেন, আমি কিন্তু আরও পাঁচটা সাধারণ মহিলার মতো, যে জীবনটাকে সম্পূর্ণ ভাবে যাপন করতে চাই।
আরও পড়ুন: দুস্থদের অনলাইনে ক্লাস করার জন্য ব্যবস্থা করবেন সোনু
