অনলাইনে পোর্টাল হোক কিংবা স্ট্রিমিং কন্টেন্ট, সবকিছুই এবার কেন্দ্রের নজরে

Mysepik Webdesk: অনলাইন নিউজ পোর্টাল থেকে শুরু করে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমের মতন ভিডিও কন্টেক্ট, এবার সবকিছুই চলে এল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নজরদারিতে। সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষর করা নয়া একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে এই নির্দেশ। এতদিন পর্যন্ত অনলাইনে কনটেন্ট কিংবা কোনও অনলাইনে নিউজের ওপর কোনও নজরদারি করার মতো কোনও সংস্থা ছিল না।
আরও পড়ুন: এনডিএ জিতলেও তেজস্বী যাদবই কিন্তু বিহার ভোটের ‘ম্যান অফ দ্য ম্যাচ’!

এখনও পর্যন্ত খবরের ক্ষেত্রে মুদ্রণ মাধ্যমের দেখাশোনার দায়িত্বে রয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এনং নিউজ চ্যানেলগুলির ক্ষেত্রে দেখাশোনার দায়িত্বে রয়েছে নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশন। সেই রকমই বিজ্ঞাপন এবং চলচ্চিত্রের নজরদারির দায়িত্বে রয়েছে যথাক্রমে অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। সম্প্রতি হটস্টার, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও -র মতো স্ট্রিমিং প্লাটফর্মগুলির কনটেন্ট দেখানোর ওপর কোনও সার্টিফিকেশনের প্রয়োজন পড়ছিল না। এছাড়াও অন্য আরেকটি মামলায় সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল যে, ওটিটি প্লাটফর্মগুলির কনটেন্টের ওপর নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। এছাড়াও ডিজিটাল মিডিয়ায় হেট স্পিচ বন্ধ করতে একটি কমিটি গঠন করার জন্য নির্দেশিকা তৈরির কথা বলেছিল কেন্দ্র।