কাল রোহিতের ওপেনিং পার্টনার কে, জানালেন কোচ জয়াবর্ধনে

Mysepik Webdesk: সিএসকের বিপক্ষে ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ন্স-এর অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন যে, আইপিএলের ১৩তম আসরে তিনিই ওপেনিং করবেন। দলের অধিনায়কের এই বক্তব্যের পরে কোচ মাহেলা জয়াবর্ধনে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান নামবেন তা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: রাত পোহালেই ধোনি বনাম রোহিত, জেনে নিন খেলা দেখা যাবে কোথায়
জয়াবর্ধনে জানিয়েছেন যে, রোহিতের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। কোচের এহেন বক্তব্যের অর্থ এই যে, মুম্বই স্কোয়াডে অন্তর্ভুক্ত বিস্ফোরক ওপেনার ক্রিস লিনকে ওপেনার ব্যাটসম্যান হিসেবে এই মরশুমে ব্যাট করতে দেখা যাবে না।
আরও পড়ুন: আইপিএল: আরব পৌঁছলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, কালই মাঠে নামতে পারেন ক্যারেন-হ্যাজলউড
আবুধাবি থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জয়াবর্ধনে বলেছেন, “লিন আমাদের দলের জন্য দারুণ এক ক্রিকেটার। তবে রোহিত ও কুইন্টনের জুটি গত মরশুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। উভয়েরই একে অপরের মধ্যে বোঝাপড়াও দারুণ। দুজনেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছে। দু’জনেই অভিজ্ঞ এবং ভালো নেতাও। সুতরাং ওপেনিং জুটি আমরা ভাঙব না। আমরা রোহিত-কুইন্টন জুটি ই জারি রাখব।”