Mysepik Webdesk: আজ, বুধবার ভূত চতুর্দশী। আজকের দিনে হিন্দু পরিবারের প্রতিটি বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালানো হয়। ১৪ রকমের শাক খাওয়ার পাশাপাশি এই দিনটিতে সন্ধ্যায় ১৪টি প্রদীপ জ্বালানোর রেওয়াজ রয়েছে। হিন্দু শাস্ত্র বলছে, ভূত চতুর্দশীর দিনটি ১৪ পুরুষের জন্যে উৎসর্গ করা হয়। সেই কারণেই মূলত ১৪ পুরুষের উদ্দেশে সেই প্রদীপ জ্বালানো হয়ে থাকে।
আরও পড়ুন: ভূত চতুর্দশীতে চোদ্দ শাক কেন খাওয়া হয়? কারণ জানলে অবাক হয়ে যাবেন
দীপান্বিতা কালীপুজোর ঠিক আগেরদিন কৃষ্ণপক্ষের চতুর্দশীতে ভূত চতুর্দশী পালন করা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী, ভূত চতুর্দশী থেকেই ধীরে ধীরে জাগ্রত হতে শুরু করেন মা কালী। ভূত চতুর্দশীর দিন থেকেই অশুভ শক্তির বিনাশের সূচনা হয়। জাগ্রত হয় শুভ শক্তির। শাস্ত্র বলছে, এদিন বাড়ির কোথাও আলো নেভানো যায় না। পুরো বাড়ি আলোকিত করে রাখতে হয়। এখানেই শেষ নয়, পূরাণ মতে, ভূত চতুর্দশীর রাতে শিবভক্ত বলি মর্ত্যে নেমে আসেন মর্তবাসীদের পুজো নিতে। তিনি একই নন, তাঁর সঙ্গে মর্তে নেমে আসেন তাঁর অনুচর ভূতেরাও। চতুর্দশী তিথির ভরা অমাবস্যার দিনে যাতে তাঁদের অনুচরেরা ঘরে ঢুকে না আসে, তার জন্য প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে।