টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে কেন নেই সঞ্জু, হতাশ গৌতম গম্ভীর

Mysepik Webdesk: সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে জায়গা না পাওয়ায় হতাশা গোপন করেননি ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তিনি গতকাল টুইট করে লিখেছেন, “সঞ্জু স্যামসন কেবল ভারতের সেরা উইকেট-রক্ষক ব্যাটসম্যানই নন, ভারতের সেরা তরুণ ব্যাটসম্যানও। এই নিয়ে কারোর মনে কি কোনও সন্দেহ আছে?”
আরও পড়ুন: সঞ্জু স্যামসনের প্রশংসায় শচীন
আরও একটি টুইটে তিনি লিখেছেন যে, ”এটি খুবই বিস্ময়কর যে সঞ্জু কেন ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পান না!” স্যামসন ১৯ বলে ৫০ রান পূর্ণ করেছিলেন গতকাল। এবারের আসরের দ্রুততম অর্ধশত রান এটি। কেরলের স্যামসন আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত চারটি টি-টোয়েন্টি খেলেছেন।