চলছে শীতের ইনিংস, কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

Mysepik Webdesk: গত শুক্রবার থেকে নেমেছে কলকাতার তাপমাত্রা। পাশাপাশি নেমেছে জেলার তাপমাত্রাও। এ দিন কলকাতা শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রী কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
আরও পড়ুন: তৃণমূলে যোগদান, স্ত্রী সুজাতাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠাবেন সৌমিত্র খাঁ

পশ্চিমবঙ্গের চার জেলার পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে। এছাড়াও জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিহারে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই রাজ্যগুলিতে রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি নিচে থাকার সম্ভাবনা রয়েছে।