Mysepik Webdesk: কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ থাকবে। বাংলা ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিমে শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে। এর প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকবে। চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার প্রভাবে সপ্তাহের শেষের দিকে ফের বাড়তে পারে তাপমাত্রা।
আরও পড়ুন: চিংড়িঘাটায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছয় পথচারীকে পিষে দিল বেপরোয়া গাড়ি
দক্ষিণবঙ্গে সকালে শীতের আমেজ আরও বাড়ছে। জেলায় জেলায় তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। পুরুলিয়ার তাপমাত্রার পারদ ১৪ ডিগ্রী ছুঁল। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন বজায় থাকবে।
আরও পড়ুন: মনুষ্যত্বের কঙ্কাল রূপ: কুকুরের পায়ে শব্দবাজি বেঁধে ‘নিঠুর মহোল্লাস’
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী। দার্জিলিংয়ে রাতের তাপমাত্রা ৮ ডিগ্রিরও কম। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল আবহাওয়া জারি থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা কিছুটা কমবে। শীতের আমেজ কিছুটা বাড়বে। সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে।