করোনা আবহের মধ্যেও পুজোর বোনাস পাবেন উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকরা

Mysepik Webdesk: লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল উত্তরবঙ্গের চা বাগানগুলি। প্রায় একটানা তিনমাস বন্ধ থাকার পর ফের চা বাগানগুলিকে খুলে দেওয়া হয়েছে। এর ফলে উৎপাদন এবং চা রপ্তানি বন্ধ থাকার ফলে বেড়েছে লোকসানের হার। তবে অবশেষে রাজ্য সরকারের হাত ধরে খুশির খবর এল চা বাগানের কর্মীদের জন্য। এবার উৎসবের মরশুমে ২০ শতাংশ বোনাস পাবেন চা-শ্রমিকরা, যা গত বছরের তুলনায় দেড় শতাংশ বেশি।
আরও পড়ুন: অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগেই আমরি হাসপাতালে জন্ম হল শিশুর
শুক্রবার রাজ্যে চা মালিকদের সংগঠনগুলোর নীতি নির্ধারক কমিটি সিসিপিএ (কনসালটেটিভ কমিটি ফর প্লান্টেশন এসোসিয়েশনস) এবং চা-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, এবার ২০ শতাংশ হারেই বোনাস দেওয়া হবে চা-শ্রমিকদের। এই প্রসঙ্গে সিআইটিইউ -র আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানিয়েছেন, “চা শ্রমিকদের পুজোর বোনাস এবার দেড় শতাংশ বাড়ানো হয়েছে। রুগ্ন চা বাগানগুলিতেও গত বছর শ্রমিকদের যে হারে বোনাস দেওয়া হয়েছিল, এই বছর দেড় শতাংশ বেশি পুজোর বোনাস পাবেন চা শ্রমিকরা। অন্যান্য ভালো অবস্থায় থাকা চা-বাগানের শ্রমিকদের দেড় শতাংশ বাড়িয়ে এবার পুজোর বোনাস ২০ শতাংশ করা হয়েছে। আমরা বোনাসের এই সিদ্ধান্তে খুশি।”