Mysepik Webdesk: পাকিস্তানকে ১৯৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক। এই অনুমোদনে সিলমোহর দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। জানা গিয়েছে, পাকিস্তানের জনগণের জন্য একাধিক সুযোগ-সুবিধা প্রদান করতে এই ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়ন ও জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এই ঋণ দেওয়া হচ্ছে বিশ্ব ব্যাংক থেকে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ব্যাপক বন্যায় আশ্রয়হারা কয়েক হাজার, ফিলিপিন্সে টাইফুনে মৃত ৭৫
বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, অধিক কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহ এবং বৈদ্যুতিক গ্রিডের ওপর নির্ভরতা বৃদ্ধিকে আরও উন্নত করার জন্য পাকিস্তানের একাধিক সংস্থাকে সহায়তা করবে দ্য ইলেকট্রিসিটি ডিসট্রিবিউশন এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। সংস্থার আগামী দিনে লক্ষ্য, কম খরচে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, লোকসান কমানো এবং প্রযুক্তি, তথ্য সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড আধুনিকায়ন করা।