বিশ্বচ্যাম্পিয়ন রানার কোলম্যান দু’বছরের জন্য নিষিদ্ধ, খেলবেন না টোকিও অলিম্পিকে

Mysepik Webdesk: ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট বলেছে যে, ক্রিশ্চিয়ান কোলম্যানকে ২০২২ সালের মে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। সেই কারণে তিনি টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে পারবেন না। ২৪ বছরের এই আমেরিকান রানার মে মাসে সাময়িকভাবে বরখাস্ত হন। ২০১৯ সালে তিনি তিনবার নমুনা সংগ্রহকারী কর্তৃপক্ষের সামনে হাজির হতে ব্যর্থ হন।
আরও পড়ুন: ম্যাচ ফি কেটে নেওয়া হল হাজার ছক্কা হাঁকানোর রেকর্ড গড়া গেইলের
যদি কোনও খেলোয়াড় ১২ মাসের মধ্যে তিনবার তথাকথিত ‘প্লেস অফ স্টে’ নিয়মটি লঙ্ঘন করেন, তবে তাঁকে দুই বছরের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এমনই নিয়ম। কোলম্যান এরপর একটি স্পোর্টস ট্রাইব্যুনালে এর বিরুদ্ধে আবেদন করতে পারেন। তিনি অলিম্পিক স্বর্ণপদক জয়ের জন্য অন্যতম প্রবল দাবিদার বিবেচিত হন। এই দৌড়বীর দোহার, কাতারে ১০০ মিটারে এবং চারবার ১০০ মিটারে ২০১৯ সালে স্বর্ণপদক জিতেছিলেন।